তিনি প্রশ্ন রাখেন, 'এসব ব্যবসায়ীরা কি দেশের শীর্ষ নেতৃত্বের ওপর এক অণুও প্রভাব খাটাতে সক্ষম? আমি সরাসরই বলছি: না, কোনোভাবেই না।'
তিন-চতুর্থাংশ রাশিয়ান ইউক্রেনে সামরিক অভিযানকে সমর্থন করে, আর তার চেয়েও বেশি রাশিয়ান সমর্থন করে ভ্লাদিমির পুতিনকে- এমন মন্তব্যও করেন তিনি।
রাশিয়ার বাইরে থেকে যেসব রাশিয়ান অভিযানের সমালোচনা করছে তাদের তীব্র তিরস্কার করেন মেদভেদেভ।
তিনি বলেন, 'কর্তৃপক্ষের কিছু কিছু সিদ্ধান্তের সমালোচনা আপনি করতেই পারেন, সেটি স্বাভাবিক।'
কিন্তু এই কঠিন সময়ে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়াকে রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে আখ্যা দেন তিনি।
রাশিয়া ইউক্রেন আক্রমণের পর একে দমাতে গত এক মাসে দেশটির বেশ কয়েকজন ব্যবসায়ী ও ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।
তবে ইউক্রেনের 'অসামরিকীকরণ' ও 'অনাৎসিকরণ'-এর উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up