হুগলি বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি নিখোঁজ বলে পোস্টার পড়লো হুগলি পান্ডুয়ার বিডিও অফিস, পঞ্চায়েত অফিস এবং পান্ডুয়া বিভিন্ন মোড়ে রাস্তা ঘাটে। গতকাল ১৪ ডিসেম্বর হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি সিঙ্গুরে বিজেপির ধর্না মঞ্চে ও অনুপস্থিত ছিলেন।
জানা গেছে লকেট চ্যাটার্জিকে উত্তরাখণ্ড অবজারভারের দায়িত্ব দেওয়া হয়েছে। সেজন্য বেশ কিছুদিন ধরে লকেট চ্যাটার্জিকে নিজের সংসদীয় এলাকা হুগলিতে দেখা যাচ্ছে না।
নিজের লড়াকু ইমেজেই তিনি রাজনীতিতে জায়গা করে নিয়েছিলেন। বিধানসভা ভোটের আগে যে কোনো বিক্ষোভ কর্মসূচিতে তিনি সবসময়ই রনংদেহী মূর্তি ধারণ করতেন। পুলিশকে হিমশিম খেতে হতো তাকে ঠেকাতে।
গত লোকসভা নির্বাচনে তাকে তৃণমূল কেডারদের সাথে রীতিমত বুঝতে দেখা গেছে। এছাড়াও এলাকায় একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে হুগলি থেকে পরাজিত হবার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীদের কাছ থেকে।
সিনেমাতেও আর আগের মতো নিয়মিত নন লকেট।
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up